Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
গোপীনাথপুরের ঐতিয্যবাহী বিল
বিস্তারিত

গোপীনাথপুর বিল। গোপীনাথপুর বিলটি এই ইউনিয়নের মধ্য স্থলে অবস্থিত। চতুর্দিকে বিস্তির্ণ শষ্য ক্ষেত্র। এই বিলে প্রচুর মাছ থাকে। ইতিমধ্যে বিলের এক পার্শ্বে একটি মৎস্য অভয়াশ্রম তৈরী করা হইয়াছে। এই অঞ্চলে সবচেয়ে বেশী মৎস্যের উৎস্য স্থল এই বিল। এই বিলটি মৎস্য উন্নয়নের প্রকল্প হিসেবে ধরার জন্য গ্রহন করিলে মৎষ উৎপাদন বহু গুন বৃদ্ধি পাইবে।

      সময় এই প্রাকৃতিক দৃশ্য এবং নয়নাভিরাম্ মাছের পাশাপাশি এখানে বহু প্র্রজাতির পাখী তাদের আহার সংগ্রহ করে। ঝিনুক, শামুক, সর্প, কচ্ছপ সহ নানা প্রজাতির প্রানী এখানে বাসকরে।